আবহমান বাঙালির আবেগ শীতের পিঠা
বাংলার ঋতুচক্রে শীত শুধু ঠান্ডা হাওয়া নিয়ে আসে না নিয়ে আসে স্মৃতি উৎসব পরিবার আর আড্ডার উষ্ণতা ।শীত মানে গায়ে কম্বল, খেজুরের রসের গন্ধ, ধোঁয়া ওঠা ভাপা পিঠা আর ছেলেবেলার সেই অদ্ভত নরম ভালোলাগা। বাঙালির সংস্কৃতিতে শীতের পিঠা যেন এক অবিচ্ছেদ্য আবেগ ।প্রজন্ম থেকে প্রজন্মে এই পিঠা শুধু খাবার নয় এটি সংস্কৃতি ,এটি আবেগ এটি ঐতিহ্যের সেতুবন্ধন।
পিঠা স্বাদের সাথে ইতিহাসের মেলবন্ধন - পিঠার ইতিহাস বহু পুরনো, বাংলার গ্রামীণ জীবনের শীত শুরু মানেই বাড়ির উঠোনে পিঠা বানানোর অঘোষিত উৎসব ।নতুন ধান উঠতো বাড়িতে, ভার বেঁধে চাল ভাঙতো সেখান থেকেই তৈরি হতো চালের গুঁড়ো। সেই চালের গুঁড়ো নারকেল আর খেজুর গুড়ে তৈরি পিঠা যেন ছিল শীতের আগমনী বার্তা।
গ্রামের নারীরা দল বেঁধে পিঠা বানাতেন পাশে থাকতো গল্প ,হাসি, আড্ডা ।এটি শুধু খাবার নয় এটি সামাজিক বন্ধন তৈরীর এক চমৎকার উপলক্ষ্য।
শীতের পিঠার ধরন -বাংলার পিঠা বৈচিত্র্য ভরা। প্রতিটি পিঠারই আলাদা সৌন্দর্য আলাদা গল্প আছে। নিচে সেগুলো নিয়ে আলোচনা করা হলো।
১.ভাপা পিঠা ঃ-সাদা ভাপা পিঠার মধ্যে নারকেল আর খেজুর গুড়ের পুর এ যেন শীতের সবচেয়ে মায়াবী স্বাদ। গরম, গরম ভাব উঠা ভাপা পিঠা খেতে খেতে শীতকে উপভোগ করার অনুভূতিই আলাদা ।
২.পাটিসাপটাঃ- পাতলা দুধ মাখা গোলা ভিতরে নারিকেল গুড়ের পুর মুখে দিলে গলে যায় এই পিঠা যেন শীতের সবচেয়ে নরম স্মৃতি ।
৩. চিতই পিঠাঃ- হালকা নোনতা ,সহজ কিন্তু দারুন স্বাদ গুড় বা ভর্তা যে কোন কিছুর সঙ্গে মিশে এক অপূর্ব খাবার হয়ে ওঠে এই চিতই পিঠা।
৪.তেলের পিঠা বা পাকন পিঠাঃ- কড়াইতে তেলে ভাজা খসখসে পিঠা বাচ্চাদের খুবই প্রিয় বাইরে খাস্তা আর ভেতরে নরম এই যেনো এক অনন্য স্বাদ।
৫.নারিকেল পুলি বা দুধ পুলিঃ- নারিকেল বা দুধের পুর দিয়ে তৈরি এই পিঠার স্বাদ গ্রামের উৎসবমুখর পরিবেশ কে আরো বাড়িয়ে তোলে।
পিঠা পরিবার উৎসব ও সামাজিকতার প্রতীক- পিঠা মানেই মিলন মেলা মায়েরা পিঠা বানান শিশুরা আগুনের পাশে বসে বারবার চেয়ে দেখে কখন পিঠা তৈরি হবে। যে পরিবারের সারা বছর ব্যস্ততা থাকে শীতের পিঠা উৎসব তাদের সবাইকে একসঙ্গে বসার সুযোগ করে দেয় ।আজ শহরেও পিঠা উৎসব অনুষ্ঠিত হয় যেখানে পিঠা শুধু খাবার নয় একটি সাংস্কৃতিক আয়োজন।
খেজুরের রস শীতের পিঠার আত্মা- শীতের সকাল ,গাছ থেকে টুপটাপ ঝরা তাজা খেজুরের রস আর সে রস দিয়ে তৈরি গুড় এগুলো বাঙালির শীতের সবচেয়ে বিশুদ্ধ স্মৃতি ।গরম পিঠার উপর গুড় ঢেলে খাওয়ার সাধ শুধু জিভে নয় মনেও দাগ কাটে।
পিঠার সাথে শৈশব স্মৃতি- অনেকেরই শৈশব কেটেছে পিঠার গন্ধে, মায়ের হাতে বানানো পিঠা, মায়ের ব্যস্ত রান্নাঘর ,শীতের সকালের কুয়াশার মধ্যে পিঠা খাওয়া এসব কিছুই আমাদের স্মৃতিকে উষ্ণ করে তোলে ।শেষে বলা যায় পিঠা বাঙালির হৃদয়ের ভাষা। শীত আসে যায় কিন্তু শীতের পিঠার স্মৃতিও আবেগ চিরকাল বাংলার হৃদয়ে থেকে যায় ।সংস্কৃতি, উৎসব ,ভালবাসা, ইতিহাস আর শিকড়ের মেলবন্ধন আবহমান বাংলার যে ঐতিহ্য বাঙালিকে আজও আবেগে জড়িয়ে রাখে তার অন্যতম প্রতিফলন শীতের পিঠা।
.jpeg)
স্টার আইটি ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটি কমেন্ট রিভিউ করা হয় ।
comment url