বাংলাদেশে শীতকাল ক্ষণস্থায়ী কেন? কারণ বিশ্লেষণ ও বাস্তবতা ।

 বাংলাদেশে শীতকাল যেন চোখের পলকে আসে আবার হঠাৎ করেই হারিয়ে যায়। বছরের মাত্র কয়েকটি সপ্তাহ আমরা প্রকৃত শীত অনুভব করতে পারি ।কিন্তু প্রশ্ন হল কেন বাংলাদেশের শীত এত ছোট, কেন দেশের অধিকাংশ অঞ্চলে শীতের স্থায়িত্ব কমে যাচ্ছে চলুন বিষয়টি সহজ ভাবে জেনে নিইঃ-

বাংলাদেশে শীতকাল











এর পেছনে আসলে অনেকগুলো কারণ রয়েছে এগুলোর মধ্যে প্রধানত ছয়টি কারণ আলোচনা করা যায়।

 ১. ভৌগোলিক অবস্থান একটি অন্যতম কারণ বাংলাদেশের শীত কম হওয়ার পেছনেঃ-

বাংলাদেশ অবস্থান করছে উষ্ণ মন্ডলীও জলবায়ু অঞ্চলে যাকে বলা হয় ট্রপিক্যাল জন। এ অঞ্চলের বৈশিষ্ট্য গুলো হল ঃ-

সারা বছর উষ্ণতা বেশি থাকে । 

সূর্যের তাপমাত্রা সরাসরি প্রভাব ফেলে ।

মৌসুমী বায়ুর চলাচল তাপমাত্রায় বড় ভূমিকা রাখে ফলে আমাদের দেশে শীত আসলেও তার স্থায়িত্ব খুব কম হয়।

২. হিমালয়ের প্রভাব কম পাওয়াঃ- অনেকে ভাবেন হিমালয়ের কাছাকাছি বলে বাংলাদেশের শীত বেশি হওয়ার কথা কিন্তু বাস্তবতা হলো হিমালয় পাহাড় উত্তর দিকের ঠান্ডা বাতাসকে অনেকটাই আটকে দেয় যে ঠান্ডা বাতাস বাংলাদেশে আসে সেটিও দুর্বল হয়ে আসে তাই উত্তরবঙ্গ ছাড়া বাকি অঞ্চলে শীত তুলনামূলক কম স্থায়ী হয়।


৩.জলবায়ু পরিবর্তনঃ- বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির কারণে বাংলাদেশের শীতকালের স্থায়িত্ব আরো কমে গেছে ।

জলবায়ু পরিবর্তনের প্রভাব ।

শীত মৌসুম ছোট হয়ে যাওয়া।

 শীতের দিনে তাপমাত্রা দ্রুত বেড়ে যাওয়া কুয়াশা কমে যাওয়া।

 দিনে গরম রাতে হালকা ঠান্ডা এমন অস্বাভাবিক আবহাওয়া গত ২০ বছরে শীতের সময়কাল গড়ে ২০ থেকে ২৫ শতাংশ কমে গেছে বলে গবেষণায় পাওয়া যায়।

 ৪. সমতল ভূমির দেশ যার কারণে তাপমাত্রা দ্রুত উঠানামা করে ঃ-বাংলাদেশ একটি সমতল ভূমির দেশ। সমুদ্রপৃষ্ঠের খুব বেশি উপরে নয় ফলে তাপমাত্রা খুব দ্রুত পরিবর্তন হয় ,রাতে কিছুটা ঠান্ডা পড়লেও দিনে আবার তাপমাত্রা বেড়ে যায়।

৫. ঢাকা-চট্টগ্রাম গাজীপুরের মত বড় শিল্প ও শহর এলাকাগুলোতে শীত অনেকটাই কম অনুভূত হয় কারণ অতিরিক্ত ভবন, গাড়ির ধোয়া ,কারখানার তাপ, গরম বাতাস আটকে থাকা এসব মিলেই শীতকালে শীত থাকে খুবই স্বল্প সময়।

৬. মৌসুমী বায়ুর দিক পরিবর্তন দ্রুত ঘটেঃ-বাংলাদেশের শরৎ ও হেমন্ত দুইটা ঋতু খুবই ছোট যার ফলে শীতের আগমন সময় মতো হলেও গরমের বায়ু দ্রুত ফিরে আসে এ কারণে ঠান্ডা টিকতে পারে না।

সংক্ষেপে বলা যায় বাংলাদেশের শীতকাল ক্ষণস্থায়ী হওয়ার প্রধান কারণ গুলো হলো উষ্ণমণ্ডলীয় ভৌগোলিক অবস্থান, হিমালয়ের সীমিত প্রভাব ,জলবায়ু পরিবর্তন ও গ্লোবাল ওয়ার্মিং সমতল ভূমির প্রভাব ইত্যাদি। মৌসুমী বায়ুর দ্রুত পরিবর্তন হওয়ার ফলে এক বা দুই সপ্তাহের মাঝারি ঠান্ডা ছাড়া সারাদেশে দীর্ঘ শীতকাল পাওয়া খুবই কঠিন।

পরিশেষে বলা যায় একসময় বাংলাদেশে শীত দীর্ঘস্থায়ী হতো কিন্তু এখন এ সময় কমে এসেছে ।পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ , কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু বান্ধব নীতি গ্রহণই শীতকে আরো ভারসাম্যপূর্ণ করতে পারে।








এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

স্টার আইটি ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটি কমেন্ট রিভিউ করা হয় ।

comment url